পাদ্রীশিবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

মোঃ রাব্বী মোল্লা,বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিবেদকঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে ফেসবুক লাইভ সম্প্রচারের এর মাধ্যমে আজ শনিবার সকাল দশটায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১৪ টি ইউনিয়ন সহ একযোগে পাদ্রীশিবপুর ইউনিয়নে নিউমার্কেট বায়তুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বাকেরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পাদ্রিশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু। তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে সমাজের নানা ক্ষেত্রে নারী ধর্ষণ নির্যাতন হত্যা গুমসহ বিভিন্ন প্রকার অনৈতিক কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ছে। যার কারণে অপরাধী অপরাধ করলেও খুব সহজেই আইনের আওতায় আনতে সুবিধা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারিতা ও অপকারিতা আছে এগুলো সম্পর্কে আমাদের ভালো ব্যবহার গুলো করতে হবে। এবং ছোট ছোট ছেলে মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি করছে? কাদের সাথে যোগাযোগ করছে এ বিষয়ে খেয়াল রাখা অভিভাবকদের একান্ত জরুরি। অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে নারী ধর্ষণ নারী নির্যাতন অনেকাংশে কমে যাবে।

বাকেরগঞ্জ থানায় এসআই আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সাধারণ জনগনের উচিত পুলিশকে সমাজ সংঘটিত নানান অপকর্মের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা। তাহলেই অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তি প্রদান করাসহ পুলিশ আপনাদের আন্তরিক সেবা দিতে সক্ষম হবে। তাই যখনই সমাজে ধর্ষণ নারী নির্যাতনের খবর পাবেন সাথে সাথে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ,সেলিম মৃধা ইউপি সদস্য, আব্দুল হান্নান মিয়া প্রধান শিক্ষক কানকি পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, মোসাম্মাৎ সুরাইয়া আক্তার বেবি সভাপতি ভবানীপুর আওয়ামী লীগ, লালু মৃধা সমাজসেবক, আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন, মাওলানা সাখাওয়াত হোসেন ইমাম পাদ্রিশিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, তরুণ সমাজসেবক মিজানুর রহমান মোতালেব, নুর নবী কনেস্টবল বাকেরগঞ্জ থানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *