জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদ গঠন, সংস্থার ৪০ বছরে পদার্পণ, প্রতিষ্ঠা বার্ষিকী-২০২১ উদযাপন, ৩৯তম বার্ষিক সাধারণ সভা-কাউন্সিল অনুষ্ঠান ও সংস্থার জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন ও সক্রীয় করণ সহ বেশ কিছু বিষয় নিয়ে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর এক মিডিয়া হাউজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল বাসার মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সদস্য শাহজাহান মোল্লা, আলমগীর গনি, সাজ্জাদুল কবীর, কামরুল ইসলাম, সিহাব উদ্দিন আহমেদ টিপু, মিজানুর রহমান প্রিন্স ও আব্দুল মজিদ।