বাকেরগঞ্জের ফরিদপুর জমি নিয়ে বিরোধে ফলজ গাছের চারা কর্তন, জমির মালিকে প্রাননাশের হুমকী
মোঃ রাববী মোল্লা,বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃবরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ভাতশালা গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে ৩ শত ফলজ ও বিভন্ন প্রজাতির গাছের চারা কর্তন করেছে প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর ) রাত আনুমানিক ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পশ্চিম ভাতশালা আব্দুল জলিল সন্যামতের স্ত্রী বকুল বেগমের নামে ৫০ শতাংশ জমি রয়েছে। উক্ত জমিত জলিল সন্যামত গংরা ফলজ ও বিভিন্ন গাছের চারা রোপন করেন।কিন্তু জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন থেকে ফজলুল করিম সন্যামত গংদের সাথে বিরোধ চলে আসছে।এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ফজলুল করিম সন্যামতের পুত্র কাইয়ুম সন্যামত, মাইনুল ইসলাম (জাকির) সন্যামত, বশির সন্যামত ও তার দুই পুত্র ইমরান ও রাজু সন্যামতসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে দা,রামদা নিয়ে গাছের চারাগুলো কেটে ফেলে এবং আব্দুল জলিল সন্যামতের বাড়ি গিয়ে প্রান নাশের হুমকী প্রদান করেন। এ ঘটনায় আব্দুল জলিল সন্যামত বলেন, দীর্ঘদিন যাবৎ আমি এই ৫০ শতাংশ জমি ভোগ দখল করে আসছি। জমি আমার স্ত্রী বকুল বেগম নামে। কয়েক দিন আগে ওই জমিতে আমি ৩ শত ফলজ গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করি। কিন্তু ভূমিদ্যসু কাইয়ুম, মািনুল ইসলাম(জাকির), ও বশির গংরা সন্ত্রাসী বাহীনি নিয়ে গাছ গুলো কেটে ফেলেছে। অভিযুক্ত ফজলুল করিম সন্যামত গংদের সাথে কথা বলা জন্য গেলে তাদের কে পাওয়া যায়নি তবে এঘটনায় প্রশাসেনর সুষ্টু তদন্তে মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এঘটনায় মামলা প্রস্তুতি চলছে।