নারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংস্থার কর্মসূচি
নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার সম্পন্ন করে সাজা কার্যকর করা, খুনিচক্রের দোসরদের মাধ্যমে সাংবাদিক ইলিয়াসের পরিবারের প্রতি হুমকি প্রদান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সাব্বির আহমদ সেন্টুকে ও নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য আনোয়ারুল হককে জীবন নাশের হুমকি প্রদানের প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা সারা দেশে সকল জেলা ও উপজেলাসমূহে আগামী ২৫শে অক্টোবর রবিবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।