নিরাপদ সড়ক দিবসে কুমিল্লা সেনানিবাস এলাকায় পুলিশের প্রচারণা

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে সারাদেশের ন্যায় কুমিল্লাতে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস।এ উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে হাইওয়ে পুলিশ। ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাড়ির উদ্যোগে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতামূলক লিফলেট প্রদান ও মাইকিং করা হয়। এছাড়া স্পিডগানের মাধ্যমে মহাসড়কের অতিরিক্ত দ্রুতগামী যানবাহন থামিয়ে সতর্ক করা হয়। কার্যক্রমে হাইওয়ে পূর্বাঞ্চল-কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহিন, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেননসহ হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন।হাইওয়ে পূর্বাঞ্চল-কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহিন উপস্থিত সাংবাদিকদের জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমে আসছে। নিরাপদ সড়ক আইন-২০১৮ মেনে চলায় মহাসড়কে  সুশৃঙ্খলা এসেছে। মহাসড়কে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহন অপসারনসহ নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *