মাদারীপুরের তরুণীর মরদেহ ফরিদপুরের রাজস্থান আবাসিক হোটেল থেকে উদ্ধার
মোঃ রাব্বী মোল্লা,বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিবেদকঃফরিদপুর শহরের গোয়ালচামটে পুরাতন বাসস্ট্যান্ডের নিকট অবস্থিত হোটেল রাজস্থান নামে একটি আবাসিক হোটেল থেকে ২২ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে কোতয়ালী থানায়। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। আবাসিক ঐ হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায় ঐ তরুণীর নাম স্বর্ণা। তিনি মাদারীপুর সদরে পৌরসভার থানতলা গ্রামের জহির উদ্দিনের মেয়ে।
হোটেলের রেজিস্টার সুত্রে আরো জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টার দিকে মাদারীপুর পৌরসভার থানতলি এলাকার মোতালে বমিয়ার ছেলে মোহাম্মদ সজীব (২৭) এবং স্বর্ণা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আবাসিক হোটেলের দোতলায় অবস্থিত ২০২ নম্বর কক্ষটি ভাড়া নেয়।
রাজস্থান হোটেলের ব্যবস্থাপক শাহরিয়ার রিপন জানান, শনিবার দুপুর ৩ টার দিকে ওই হোটেলের রুম বয় ঐ কক্ষটির দরজা একটু ফাঁকা অবস্থায় দেখে ঐ রুম বয় কক্ষে প্রবেশ করে স্বর্ণাকে কক্ষের বিছানার উপরে পড়ে থাকতে দেখেন। তখন পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে তার সাথে আসা তরুণ সজীব।