লালপুরে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দিন ব্যাপী খেলাধুলার আয়োজন

Spread the love

নাটোর প্রতিবেদকঃ লালপুরে বে- সরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশা ও পপুলার লাইফ ইন্সুরেন্স লালপুর সার্ভিস সেলের”র যৌথ উদ্যোগে মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি প্রতিবাদ্য নিয়ে লালপুরে দিনব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনের আয়োজন করা হয়। শুক্রবার ( ৩০ আক্টোবর) লালপুরের মোহরকয়া শহীদ আকবর আলী সড়ক এজিএম ইট ভাটা মাঠে বে- সরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশা ও পপুলার লাইফ ইন্সুরেন্স লালপুর সার্ভিস সেলের”র যৌথ উদ্যোগে মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি প্রতিবাদ্য নিয়ে দিনব্যাপী গ্রামীন ঐতিহ্য লাঠি খেলা, দৌড়, দড়িটানা , বালিশ, চেয়ার, মোরগ লড়াই,সাঁতার, ফুটবল খেলা শেষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন মো: আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, প্রধান আলোচক ছিলেন মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড: ইসমত হোসন, অন্যদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের প্রভাষক আতাউর রহমান, মোহরকয়া ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মালেক, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলার সাধারন সম্পাদক সালাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হেসেন, ছায়া প্রতিবন্দী ও অটিষ্ট্রিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্সের অতিরিক্ত প্রকল্প। কর্মকর্তা ও লালপুর সার্ভিস সেলের ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ, প্রত্যাশার সভাপতি জাহাঙ্গীর হোসেন জালাল, পরিচালক আবু রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, খেলাধুলায় পারে ছাত্র ও যুবসমাজকে মাদক মুক্ত করে একটি সুন্দর সমাজ গঠন করতে। তাই আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *