বিশ্ব নবী মুহাম্মদ (স:)কে কটুক্তি করার প্রতিবাদে যাত্রাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদঃ ফ্রান্সে কার্টুন একে বিশ্ব নবী মুহাম্মদ (স:)কে কটুক্তি করার প্রতিবাদে মুরাদনগর উপজেলা যাত্রাপুর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওলামা পরিষদ ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যাত্রাপুর বাজার জামে মসজিদের প্রাঙ্গণে শনিবার বাদ আছর পর মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন, মাওলানা নজির আহমেদ সভাপতিত্বে অন্যন্যদের বক্তব্য রাখেন, চৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি নাজিম উদ্দিন মাসুম, যাত্রাপুর নূরিয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা হুমায়ূন কবির,রগুরামপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ফেরদৌস আহমেদ, রগুরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা সাইফুল ইসলাম,চৈনপুর উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন, সিংহাড়িয়া দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম হযরত হাবিবুল্লাহ্, সিংহাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা দ্বীন মোহাম্মদ,যাত্রাপুর উত্তর পাড়া জামে মসজিদ ইমাম হযরত মাওলানা মহসিন, যাত্রাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা ইমাম আমিনুল ইসলাম অনু, রগুরামপুর পর্বপাড়া কান্দা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, রগুরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু কাউছার, যাত্রাপুর নূরীয়া মাদ্রাসা মোয়াদ্দেস হযরত মাওলানা আলমগীর হোসেন,যাত্রাপুর দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস,চৈনপুর গ্রামের ডাক্তার সোহেল চৌধুরী, সাবেক ইউপি’র সদস্য আব্দুল্লাহ আল স্বপন, যাত্রাপুর ইউপি’র আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম ভূইয়া সেলিম, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য তৈয়ূবুর রহমান, শিক্ষক মহসিনসহ কয়েক হাজার মুসলিম তৌহিদী জনতা।