কুরবানপুরে তিন মামলায় ৫ জন গ্রেফতার
আবুল কালাম আজাদ:কুমিল্লা মুরাদনগরের কুরবানপুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলো কোরবানপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শানু মিয়া (৩৮), মৃত আজিজ মিয়ার ছেলে এনু মিয়া (৪৮), মৃত হাবিবুর রহমানের ছেলে হেলাল ভূইয়া (৫০), মৃত আবদুল খালেকের ছেলে মোঃএরশাদ (৪০) ও বাবু মিয়া। তবে পুলিশ জানায় আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। যার মধ্যে এরশাদ কে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড, হেলাল উদ্দিনকে ১৮ মাস, এনু মিয়াকে ৬ মাস, শানু মিয়াকে ১৮ মাস, বাবু মিয়াকে ৬ মাস কারাদন্ড দেয়া হয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারটা বাড়ী, একটা মন্দির একটা ভাস্কর্য ও একটা ভোজনালয় সম্পূর্ণ পূড়ে ভস্মিভূত হয়। তার মধ্য রয়েছে শংকর দেবনাথের বাড়ী, মনিলালের বাড়ী, সুদন শিব ও চেয়ারম্যান বন কুমার শিবের বাড়ী। গৃহবধূ ঝর্ণা ও শান্ত শিব দু’জনে কান্নাজড়িত কন্ঠে বলেন, আঠারো বছরের সাজানো সংসার হঠাৎ করেই আগুনে পুড়িয়ে দেয়া হলো। আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই।এদিকে বেলা ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। পরিদর্শনকালে কুমিল্লা পুলিশ সুপার মোঃনুরুল ইসলামকে ঘটনার সব স্বাক্ষী প্রমান সংরক্ষণ করার আদেশ দেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে, আমরা আপাতত বুঝতে পেরেছি রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরেই বিস্তারিত বলা যাবে। বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একটি মামলায় ৯১জন, অপর দুই মামলায় যথাক্রমে ৮৪ ও ৮৭ জন কে নামোল্লেখ করে এবং সাড়ে পাঁচশ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী পূর্ব ধৈর পূর্ব চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শিব, অন্য দুই মামলার বাদি স্থানীয় লিটন ও সন্দীপ। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুণ এফসিএ বলেন, পুলিশকে বলেছেন ঘটনার আদ্যপান্ত জানার জন্য। এছাড়াও রাজনৈতিকভাবেও এ ঘটনার তদন্ত করা হবে। গতকালের ঘটনার বর্ণনা দিলেন ভানু বিষন শিব। তিনি বলেন, গতকাল রবিবার বিকেলে তিনি ও তার পরিবার ঘটে ছিলেন। বিকেলে তিন চার শ’ লোক হঠাৎ করেই আক্রমন করেন। আমরা পরিবার নিয়ে পালিয়ে যাই। পরে এসে দেখি আমাদের ঘরবাড়ী লুট করে জ্বালিয়ে দেয়া হয়েছে। চেয়ারম্যান বন কুমার শিব বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কোন্দল চলছে। ১৪ বছর আগে ঢাকায় আমার ভাইকে বেনু ভূষন শিবকে রাজনৈতিক কারনে পুড়িয়ে হত্যা করা হয়।