নওগাঁয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি’নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

Spread the love

নওগাঁ প্রতিবেদকঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে লর্ড লিটন ব্রিজ মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে, গতকাল ২ নভেম্বর সোমবার বিকেল ৫ ঘটিকার সময় ঘন্টাব্যাপী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখা এর নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি এ্যাডভোকেট মহসিন রেজা বক্তব্যে বলেন, জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগে পরিনিত হয়ে উঠেছে। চাল, ডাল, আটা, তেল, তরকারি, মাছ, গোশ্ত, পিঁয়াজ, রসুন কাঁচামরিচসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বক্তব্যে বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত রয়েছে। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করছে না। আমাদের চালের দামে আলু কিনে খেতে হচ্ছে, চাপাইনবাবগঞ্জের মানুষ কাঁচামরিচ পিয়াজ ও বেগুন ভর্তা দিয়ে মাসকালায়ের রুটি খাইতেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মূল্যের কারনে মাসকালাই রুটি খাওয়া বন্ধ হয়ে গেছে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আগামী দিনে গণদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। অনুষ্ঠিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আরোও বক্তব্য রাখেন আলিমুর রেজা রানা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীম আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *