চাঁদপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পা‌লিত

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার,চাঁদপুর জেলা প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে চাঁদপুর স্টেশ‌নে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের স্টেডিয়াম রোড ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান। তিনি বলেন, বিপদকালিন সময়ে নিজেদের জিবনের ঝুকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষা এগিয়ে আসেন।এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্য সর্বদা নিজেদের প্রস্তত রাখেন মানুষের বিপদে সাহায্যে হাত বাড়িয়ে দিন মানুষের বিপদে। তাই উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরন ও সচেতনতা সৃস্টি করতে হবে। আলোচনায় বক্তাগন দি লাইফ সেভিং ফোর্স নামে পরিচত এই দপ্তরের কর্মরত সদস্যদের দেশের প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ ফরিদ সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মাদক এ কে দিদারুল আলম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, আনাসার বিডিভির কমান্ডার শাহ নেওয়াজ, জেলা মা‌র্কেটিং অফিসার রেজাউল করিম। সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব, সেবা কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।সভা শেষে কার্যালয় থেকে এক যান্ত্রিক বহর বের হয়ে লিফলেট বিতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *