লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু
সালাহ উদ্দিন, লালপুর (নাটোর)প্রতিবেদকঃ নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর ৮৮ তম ২০২০-২০২১ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।এই মাড়াই মৌসুমে ১১৪ কার্যদিবসে ২ লাখ ১৪ মে. টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর আগে, মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহমেদ, উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, অত্র মিলের শ্রমিক কর্মচারীরা ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমূখ।