বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশ–সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)
আবুল কালাম আজাদ ভূইয়া: বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিনে আজ শ্রদ্ধাভরে বীর সন্তানদের স্মরণ করছে গোটা জাতি।হৃদয়ের সব ভালোবাসা উৎসর্গ করছে তাদের স্মৃতির উদ্দেশ্যে।লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের বাঙালির গৌরবের বাঁধভাঙা আনন্দের সঙ্গে লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ার দিনও আজ।পাকিস্তানি শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি।যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের।গতকাল বুধবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন।মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিশেষ দাসের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন,মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান,ডআহসানুল আলম কিশোর,ভাইস চেয়ারম্যান ও এড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।বুধবার ভোর সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুরাদনগরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।পরাধীনতার শৃঙ্খলমুক্তির এই দিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাভরে জাতি স্মরণ করেছে বীর শহীদদের।মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।তবে মহামারি কোভিড-১৯প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবসে কুচকাওয়াজ,ডিসপ্লে,ক্রীড়া ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।কর্মসূচির মধ্যে ১৬ই ডিসেম্বর প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, কুমিল্লা-৩,মুরাদনগর উপজেলা আসনের সংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন,(এফসিএ),উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ,ক্রমানুসারে মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মুরাদনগর উপজেলা কৃষকলীগ,মুরাদনগর থানা পুলিশ,বাঙ্গরা বাজার থানা পলিশ,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগসহ অন্যান্য রাজনৈতিক দল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,স্থানীয় সাংবাদিকরা,জাতীয় সাংবাদিক সংস্থা,প্রেস ক্লাব, আনসার ভিডিপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,লেখক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।পক্ষ থেকে মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।