বাঁশকাইট পি.জে উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্রদের পূনর্মিলনী
আবুল কালাম আজাদ ভূইয়াঃ মুরাদনগর উপজেলায় প্রাক্তণ ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পাহাড়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঁশকাইট পি.জে উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে ওই অনুষ্ঠান হয়েছে।
প্রাক্তন ছাত্র মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান, প্রভাষক ও সাংবাদিক আজিজুর রহমান রনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান সরকার, ইংরেজি শিক্ষক অলী উল্লাহ, গণিত শিক্ষক আব্দুল মোন্নাফ মিয়া ও প্রাক্তণ ছাত্র কামরুজ্জামান সরকার প্রমুখ। আলোচনা শেষে অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পূনর্মিলনীর সমাপ্তি ঘটে।