চাঁদপুর ২ শ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা প্রদান
মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর জেলা প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। ২৩ ডিসেম্বর বুধববার সকাল ১১টায় সংবর্ধণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ, ভুখন্ড, মানচিত্র ও সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিদ্ধস্থ একটি দেশকে পুনগঠিত করেছে। ভাস্কর্য ও মুর্তি এক নয়। আজ স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দিয়েছে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানকে অপমান করেছে তাদের প্রতিহত করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। স্বাগত বক্তব্যে রাখেন জেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। স্মৃতিচারন পর্বে স্মৃতিচারণ করেন বীর বিক্রম আবাদুস সালাম, বীর প্রতীক শাহাজাহান মিয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, শহীদ সালাউদ্দিন বীর বিক্রমের স্ত্রী সালমা আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যন এম এ কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন মঞ্জুর আহমেদ মঞ্জু। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার প্রতি সস্মান জানিয়ে নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন জেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী