চাঁদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-২
মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর জেলা প্রতিবেদক: সরকারি পণ্য বুঝাই ট্রাক থেকে এ বার ইয়াবা নামক মাদক সহ দু জন কে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ( ডিবি)।মাদক নির্মূল করার লক্ষ্যে প্রশাসন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বড় চালান আটক করলেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশল ব্যবহার করে মাদক পাচার করেই যাচ্ছে। চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে চাঁদপুরের উপর দিয়ে মাদক পাচারকারীরা গোপনে মাদক পাচার করছে।এ বার সরকারি টিসিএলের পেঁয়াজ ভর্তি ট্রাকে ইয়াবার বড় চালান পাচার করার সময় ঢাকার পূর্ব বিভাগ গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিদুর রহমান পিপিএম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করে হরিণা ফেরী ঘাট থেকে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা পূর্ব বিভাগ ডিবি পুলিশ ভোর রাতে হরিনা ফেরী ঘাটে অবস্হান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ( যশোর ট-১১-১৮২১) ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।ওই সময় চালক মোস্তফা সরদার (৪৬) ও মাদক ব্যবসায়ী আশরাফুল(৩০)কে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই সময় গাড়ির হেলপার ওলিউল্লা(২৩)কে প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।ডিবি পুলিশ সরকারি টিসিএলের পেয়াজ ভর্তি ট্রাক হরিনা নৌ-পুলিশের জিম্মায় রেখে যায়। গাড়ির হেলপার ওলিউল্লা জানায়,বুধবার রাত ৮ টায় ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে ৫৫০ বস্তা সরকারি টিসিএলের পেয়াজ নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চালক মোস্তফা সরদার একজনকে গাড়িতে উঠিয়ে চাঁদপুর চলে আসে। ওই সময় ঢাকা থেকে আসা ডিবি পুলিশ চাঁদপুর হরিনা ঘাটে এসে গতিরোধ করে। তারা তল্লাশি করে একটি ব্যাগের ভিতরে থাকা ইয়াবাসহ দু’জনকে আটক করে।চাঁপুর হরিণা ঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এ টস আই শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আটক টিসিএলের পেয়াজ বোঝাই ট্রাকটি হরিণা নৌ-পুলিশের জিম্মায় রয়েছে।