উন্নত দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই: খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন

Spread the love

মীর খায়রুল আলম, সাতক্ষীরা জেলা প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল খেলা উদ্বোধন কালে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, আইনের পাশাপাশি সামাজিক ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নিমূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত মাদক বিরোধী র‌্যালি পরবর্তী ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

স্বাগত বক্তব্য রাখেন, সখিপুর ইউনিয়ন সরদার আমজাদ হোসেন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ও খেলার আয়োজক মাজহারুল আনোয়ার।

খেলা শেষে দেবহাটা থানা পরিদর্শন ও মাগরিবের নামাজ আদায় শেষে নলতায় পীরকেবলা খানবাহাদুর আহছানউল্লা (র:) এর পবিত্র মাজার জিয়ারত পরবর্তী খুলনার উদ্দেশ্যে রওনা দেন রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বিপিএম (বার)।

ফুটবল টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে দেবহাটা প্রেসক্লাব। এছাড়া খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সখিপুর মিতালী সংঘ ও উদয়ন সংঘ। ৮দলীয় টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রতিদ্ব›িদ্বতা করে গোপালগঞ্জ জেলার ফ্রেন্ডস ক্লাব এবং সাতক্ষীরা জেলার ইশ্বরীপুর-শ্যামনগর ফুটবল একাদশ। নির্ধাররিত সময়ে উভয় দল কোন গোল করতে না পারায় টাইব্রেকারে গোপালগঞ্জ একাদশ ৫ গোলে জয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *