চাঁদপুর প্রেসক্লাব সড়কে ফ্লাট বাসায় দুধর্ষ চুরি

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর জেলা প্রতিবেদক: চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কের মাতৃমঙ্গল৷ হাসপাতালের পিছনে একটি ফ্লাট বাসার পঞ্চমতলার ভাড়াটিয়ার কক্ষে দিনে দুপুরে দূধর্ষ চুরির ঘটবা ঘটেছে। শনিবার দুপুর থেকে বিকেলের যে কোনো সময় এ চুরির ঘটনাটি ঘেটেছে। জানাযায়, আরশাদ খান ভিলার পঞ্চম তলায় ভবন তৈরির ওর থেকে সৌদি প্রবাসী শাহজাহান পাটোয়ারীর পরিবার বসবাস করে আসছে। শনিবার সকালে শাহজাহান পাটোয়ারীর স্ত্রী তাসলিমা খানম তার বড় বোনের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ি সদর উপজেলার বালিয়া ইউনিয়নপর ফরাক্কাবাদে চলে যান। দুপুরের পর বাড়ির কেয়ারটেকার নামাজ আদায় করে কক্ষের ভেতর প্রবেশ করলে বাইরে থেকে তার দরজায় সিটকিরি বন্ধ করে দেয় কে বা কারা যেন। এ ভবনপর তৃতীয় তলায় বসবাস করেন জেলা গোয়েন্দা শাখার সদস্য হারুনুর রশীদ। বিকেলে তৃতীয় তলার অওর ভাড়াটিয়া ছাদে ভেজা কাপড় আনতে যাবার পথে তাসলিমা খানমের দরজা খুলা দেখতে পেয়ে তাকে মোবাইলে কল করেন। তখন বিষয়টি জাজানি হয়। তাসলিমা খানম বাপের বাড়ি থেকে ছুটে এসে দেখেন চোরের দল কাঠের আলমিরা, স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রায়,সাড়ে ১১ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। চুরির খবর জানতে পেরে চাঁদপুর মডেল থাবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *