পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আটক ১
এসএম জসিম,পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩টি বিরল প্রজাতির তক্ষকসহ মো. চুন্নু মিয়া (৫০) নামের ব্যাক্তিকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন চরদুয়ানী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক চুন্নু মিয়া একই এলাকার আব্দুল লতিফ আকনের ছেলে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্য প্রানী পাচার করছে কিছু দুস্কৃতিকারী, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটার দক্ষিন চরদুয়ানী এলাকা থেকে ৩টি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষক গুলোর দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা হতে পারে বলেও জানান তিনি। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক তক্ষক গুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।