পাথরঘাটায় অসুস্থ্য হরিণ উদ্ধার

Spread the love

এসএম জসিম,পাথরঘাটা(বরগুনা)প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটার সৃজিত বন থেকে একটি অসুস্থ্য মাদী হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বন বিভাগ নিয়মিত টহলের সময় হরিণঘাটা বনাঞ্চলের মাঝের চর থেকে হরিণটি উদ্ধার করা হয়। পাথরঘাটা বনবিভাগের হরিণঘাটা বন কেন্দ্রর বিট কর্মকর্তা মো. গোলাম কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা সদর বিট অফিসার পলাশ জানান, হরিণঘাটা বিটের বন প্রহরীরা আজ সকালে ট্রলারযোগে প্রতিদিনের মত টহলে বের হলে সদর ইউনিয়নের জ্বিনতলা সংলগ্ন লালদিয়ার মাঝের চরে বনের ভিতরে একটি অসুস্থ্য হরিণ দেখতে পায়। পরে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা প্রানী সম্পদ অফিসে নিয়ে আসেন।

তিনি ধারনা করছেন, মাছধরার জন্য কিছু অসাধু জেলেরা রাতে জঙ্গলের মধ্যের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করেন। সকালে হরিণের পাল ওই বিষাক্ত পানি পান করে। এসময় ওই হরিণটি অসুস্থ্য হয়ে পরে। 

পাথরঘাটা প্রানী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সরকার জানান, হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে, একারণে ঘাড় নাড়াতে পারছেন না। তাছাড়া বিষাক্ত পানি পান করে পেটে ফুট পয়জনিং হয়ে গ্যাস তৈরি হয়েছে বলে জানান। হরিণটির চিকিৎসা চলছে।

এ ব্যাপারে পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, হরিণটি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হলে সংরক্ষতি বনে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *