গোপালপুর পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে মাঠে উপজেলা আওয়ামী লীগ নেতারা
সালাহ উদ্দিন,লালপুর(নাটোর) প্রতিবেদকঃ লালপুর গোপালপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দিনরাত মাঠে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত কেউ মেয়র নির্বাচিত হতে পারে নি। লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নে প্রত্যেকটিতে গত ইউপি নির্বাচনে সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদের নির্দেশনা ও উপজেলা আওয়ামী লীগের দক্ষ নের্তৃত্বে দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আসন্ পোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রোকসানা মোর্তুজা লিলিকে বিজয়ী করতে মাঠে নেমে দিনরাত কাজ করছেন উপজেলা আওয়ামীগ নেতারা।
গোপালপুর পৌরসভা নির্বাচনে এবার আওয়ামী লীগ মনোনিত পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি নৌকা প্রতিক, বিএনপি মনোনিত পৌর বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচি ধানের শীষ প্রতিক, সাবেক মেয়র মনজুরুল ইসলাম বিমল স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন প্রতিকে ও আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতিকে মেয়র পদে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন।
বর্তমান মেয়র,পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোলাম এবার নির্বাচন করছেন না।গোপালপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত বিএনপি সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছে। এবারের নির্বচনে উপজেলা আওয়ামী লীগের নেতারা জোরেশোরে মাঠে নেমে প্রত্যেকটি মহল্লার পাড়ায় পাড়ায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিনরাত চষে বেড়াচ্ছেন নেতারা দলীয় প্রার্থীর বিজয় আনতে।
দলীয় প্রার্থীকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন জানিয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা মূখী উন্নয়ন কর্মকান্ডের বিনিময়ে ও উপজেলা আওয়ামীলীগ নেতাদের দক্ষ নের্তৃত্বের মাধ্যমে লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দিনরাত মাঠে অবস্থান করছি, নৌকা প্রতিকের মেয়র প্রার্থীকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।