কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া ফাজিল মাদরাসায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
শাকিল মোল্লাঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া ফাজিল মাদরাসায় শনিবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত ৪০ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন ৭নং মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী হায়দার। সহ সভাপতি ছিলেন বাংলাদেশ ইমঈয়তে আহলে হাদীস এর কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মো: শফিকুর রহমান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈতে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল শাইখ মো: শহীদুল্লাহ খান মাদানী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদীস আন্দোলন ঢাকা জেলা শাখার সাবেক সভাপতি শাইখ মো: আমান উল্লাহ বিন ইসমাইল আল মাদানী। ইসলামিক রিচার্স এন্ড রিফরমেশন সেন্টার এর পরিচালক শাইখ ড. মো: মোজাফফর বিন মহসিন। আহলে হাদীস আন্দোলন এর কুমিল্লা জেলা শাখার সভাপতি শাইখ মো: ছফিউল্লাহ। মিসবাউল উলুম কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মো: ইরশাদুল্লাহ। বাংলাদেশ টেলিভিশনের আলোচক মাওলানা আবদুল মোমেন বিন আবদুছ সামাদ। একলারামপুর মাদরাসা মোহাম্মদিয়া আরাবিয়ার অধ্যক্ষ মাওলানা মো: জামিলুর রহমান বিন আবদুল মতিন সালাফী। এছাড়াও উক্ত ইসলামী মহা সম্মেলনে দেশ বরেন্য আরও বহু ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। উক্ত ইসলামী সম্মেলনে স্বাস্থ্য বিধি মেনে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা ছিল।