জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত। (১০ জানুয়ারি ২০২১) রবিবার জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির অফিসে জেলা কমিটি, ও মহানগর কমিটির আগামী দিনের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়, জেলা কমিটির আহ্বায়ক মোঃ মুছা খান রানা ও সদস্য সচিব এম এ কবির এবং মহানগর কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মনির হোসেন মানিক বক্তব্য রাখেন। বক্তব্যে মহানগর কমিটি আগামী দিনের পুনাঙ্গ কমিটির খসড়া উপস্থাপন করেন। জেলা কমিটি তা পরিলক্ষণ শেষে আংশিক পরিবর্তন সহ আগামী দিনের দিক নির্দেশনা দেন। এবং পরবর্তীতে জেলার প্রতিটি উপজেলা কমিটি গঠনে সহযোগিতা ও সমন্বয়ে বিষয় নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত আলোচনা সভায় বক্তাগণ, সরকারের নিকট সারা দেশে বিগত দিনে যে সকল সাংবাদিকগণ কর্তব্যরত অবস্থায় নির্যাতিত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।