সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার শোক
নিজস্ব প্রতিবেদকঃ জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মিজানুর রহমান খান মারা গেছেন। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। তিনি জানান, মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে সমস্যা বাড়লে ওই হাসপাতাল থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন,সহ-সভাপতি আলমগীর গনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং রুহের মাগফেরাত কামনা করেছেন