শ্রীকাইলে দুপুর বেলায় ডাকাতি

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে দিনে দুপুরে ‘ডাকাতি’ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীকাইল দক্ষিণ পাড়ার ননী মুহুরির বাড়ীতে ভারাটিয়া অরুণ চদ্র কর্মকারের বাসায় এই ঘটনা ঘটে বলে জানাযায়। অরুন কর্মকারের স্ত্রী অরুণা কর্মকার অভিযোগ করে বলেন, শুক্রবার তিনি ছারা বাসায় পরিবারের আর কোন সদস্য ছিলেন না। আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক হঠাৎ করে তাঁর পিছন দিক থেকে এসে কাপর দিয়ে চোখ মুখ বেধে ফেলেন। তিনি কাউকে চিনতে পারেন নাই তেমন কোন শব্দ করার সুযোগ পাননি। আধা ঘন্টা ধরে ডাকাতরা ঘরের বিভিন্ন আসবাসপত্র তছনছ করে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণলংকার নিয়ে যায়। অরুণ চন্দ্র কর্মকার বাড়ীতে আসার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে জানান। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করিনি। অভিযোগ পেলে যথাযত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *