বহুল আলোচিত ও জনপ্রিয় হটলাইন “হ্যালো ছাত্রলীগ” টিমকে পিপি-ই প্রদান করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি
মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার
—————————————————————-
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যৌথ সহোযোগীতা ” হ্যালো ছাত্রলীগ” সদস্যদের জীবনের ঝূকী কমাতে ও ত্রান সামগ্রী বাড়ি বাড়ি পৌছানো অব্যাহত রাখতে কুমিল্লা -4 (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল মহোদয়ের পাঠানো পিপি-ই হ্যালো ছাত্রলীগ সদস্যদের মাঝে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ আমির হোসেন, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ নাজমুল হাসান, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ রাতুল রহমান আশিক ও দেবিদ্বার এস এ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রনব চন্দ্র দাস, সম্রাট হাসান অন্তর, সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক বলেণ, এই বৈশ্বিক মহামারী করোনার কারনে আমার প্রানের সংগঠন বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগ নানান কর্মসূচীর হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ ইতিমধ্যে “হ্যালো ছাত্রলীগ”, “হ্যালো ডাক্তার” ও “আপনার কৃষক” নামে হটলাইণের মাধ্যামে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া, ফোনে স্বাস্থ্যসেবা প্রদান ও শ্রমিক সংকটে অসহায় কৃষকদের ধান কাটা ও মাড়াই ধান রোপন কাজ ও করেছেন।ইতিমধ্যে দেবিদ্বারে করোনা মহামাড়ি আকার ধারন করায় উপজেলা প্রশাসন দেবিদ্বার কে করোনা হস্পট ঘোষণা করায় ছাত্রলীগ আজও পর্যন্ত লকডাউন কৃত পরিবার ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে পড়া মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে।