রাজাবাড়ীতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ রাজাবাড়ীতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাবাড়ী গ্রামের রবিউল্লাহ (১৮) এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার ভোর বেলায় তাদের বাড়ীর পাশে নির্জন পুকুরপাড়ে আমগাছে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয়রা বাঙ্গরা বাজার থানা পুলিশকে সংবাদ দেয়। এস আই মোঃ শাহ নেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেন। সুরতাহাল রিপোর্টে শরীল অন্য কোন আঘাতের আলামত পাওয়া যায়নি বলে জানাযায়। আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের হাফেজ মোহাম্মদ ইউসুফ আবনের ছেলে মোঃ রবিউল্লাহ (১৮) শুক্রবার রাতে বলীঘর হুজুরী শাহ মাজারের মাহফিল শুনতে বাড়ী থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। নিহতের বড় ভাই মোঃ মাসুম বিল্লাহ জানান, তার ভাই রবিউল্লাহ অনেকটা দৃষ্টিশক্তি কম ও মানসিক প্রতিবন্ধী। প্রায় সময়ই সে বিভিন্ন গ্রামে মাহফিল শুনতে গেলে পরের দিন বাড়ীতে চলে আসত। তাঁর ভাইকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি এই মৃত্যেুর প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি করেছেন। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান তালুকদার বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তার প্রকৃত কারন জানার জন্য লাশ ময়নাতদন্ত করতে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। রিপোর্টে হত্যাকান্ড হয়ে থাকে তাহলে পুলিশ প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *