মুরাদনগরে ৫০টি মাদ্রাসা ও এতিম খানায় খাদ্য বিতারণ
আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ মুরাদনগরে ৫০টি মাদ্রাসা ও এতিম খানায় খাদ্য বিতারণ করেছেন, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। গতকাল শনিবার বিকালে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে হারুনুর রশিদ ফাউন্ডেশনের সৌজন্যে মুরাদনগর ৫০টি মাদ্রাসা ও এতিমখানায় চাল,ডাল,তৈল,লবন খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। বাঙ্গরা বাজার থানা কৃষকলীগ আহবায়ক আবু মুসা আল কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের দুইবার সাবেক সভাপতি ও সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিষেশ অতিথি মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান ও এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, বীর মুক্তিযোদ্ধা ও এডভোকেট আবুল কালাম আজাদ,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরকার,মুফতি মনছুরুল কবির, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ এয়াকুব, মাওলানা আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন, ইউপি’র পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম, চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ূম ভূইয়া, টনকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, কামারচর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সভাপতি মোসলে উদ্দিন।