মুরাদনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদ্রাসা পরিচালক জেল হাজতে

Spread the love

আবুল কালাম আজাদঃ মুরাদনগর উম্মেহানি মহিলা মাদ্রাসার পরিচালক মো: হাসানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাকে জেল হাজতেপ্রেরণ করে। অভিযুক্ত মো: হাসান (৪৬) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা নিমাইকান্দি গ্রামে উম্মেহানি মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে গত সোমবার রাতে মাদ্রাসার পরিচালক হাসান তার অফিস কক্ষে ঢেকে আনে। এ সময় বিভিন্ন কথা বলার ছলেবলে এক পর্যায়ে ওই ছাত্রীর সাথে যৌন উত্তেজক আপত্তিমূলক কথা বলে সে। পরিচালকের কক্ষ থেকে বের হয়ে ওই ছাত্রী তার সহপাঠিদের ঘটনাটি জানায়।  ঘটনাটি ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের কানে কানে ছড়িয়ে পড়ে। গতকাল (৬ ফ্রেরুয়ারী) শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অভিভাবকরা এসে মাদ্রাসা ঘেড়াও করে। তখন ভিতরে থাকা ছাত্রীরা ভয়ে চিৎকার ও চেঁচামেচিতে মাদ্রাসার পাশে বসবাস কারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এই খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসা পরিচালক হাসান ও ঘটনার শিকার মাদ্রাসার ছাত্রী ও স্বাক্ষীগণকে থানায় নিয়ে আসে। এক ছাত্রীর অভিভাবক পৈয়াপাথর গ্রামের রোজিনা আক্তার বাদী হয়ে ¤øীলতাহানির লিখিত অভিযোগ করে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেন।মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, মাদ্রাসা পড়–য়া অনেক ছাত্রীর অভিভাবকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। পরে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক হাসান, ঘটনার শিকার মাদ্রাসা ছাত্রী ও স্বাক্ষীগণের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেই। পরে মাদ্রাসা পরিচালক হাসানকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *