মুরাদনগর প্রাণঘাতী করোনা ভাইরাসের টীকা গ্রহনের শুভ উদ্বোধন
আবুল কালাম আজাদঃ মুরাদনগর উৎসবমূখর পরিবেশে কাংখিত প্রাণঘাতী করোনা ভাইরাসের ২০জনকে টীকা গ্রহনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার (৭ ফেব্রুয়ারী ) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্ধোধন করা হয়। মুরাদনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনটিকাদান কর্মসূচীর উদ্ভোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, স্যানিটারি ইন্সপেক্টও খালেদ মাহমুদ। অপরদিকে, রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত রয়েছে। করোনাভাইরাস রোধে সারাদেশে একযোগে গণটিকাদান কর্মসূচি শুরুতে ১০০৫ কেন্দ্রে -এ প্রতিষেধক দেওয়া হয়েছে।