দাউদকান্দিতে করোনা টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন

Spread the love

আলমগীর হোসেন, দাউদকান্দি প্রতিবেদকঃ দাউদকান্দিতে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ফ্রন্টলাইনার (করোনাকালীন সম্মুখ যোদ্ধা) হিসেবে দাউদকান্দি উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। রবিবার সকাল সাড়ে ১০ টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে তিনি,দাউদকান্দি উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, করোনাভাইরাস এর প্রথম থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগনের সেবায় কাজ করে গেছে,আজ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে আপনাদের সকলকে উদ্বুদ্ধ করছি। গুজব কারীদের কথায় কান না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাস প্রতিরোধে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন। সরকার আপনাদের সেবায় বিনামূল্যে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী গ্রহণ করেছে। এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, মালীগাওঁ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:মো: আল-আমিন মিয়াজী, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যন্যরা করোনা টিকা গ্রহণ করেন। সাংবাদিকদের দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, ফ্রন্টলাইনার ও ৫৫ বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে দাউদকান্দির সকল জনগণের জন্য করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন বলেন, রেজিস্ট্রেশন এর মাধ্যমে দাউদকান্দি উপজেলায় প্রথম ধাপে পঞ্চাশোর্ধ ব্যক্তি এবং অগ্রাধিকার ভিত্তিক পেশার লোকেরা করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন। এজন্য দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে রেজিস্টেশন বুথ স্থাপন করা হয়েছে। উল্লেখ্য,গত ২৭ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে তিন টায় করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন ২৫ জনকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *