যাত্রাপুর নূরিয়া এতিম খানার নির্বাসীদের পোষাক, হেফজ ছাত্রদের পাগড়ী ও বৃত্তি সনদ বিতারণ
আবুল কালাম আজাদঃ যাত্রাপুর নূরিয়া এতিম খানার নির্বাসীদের পোষাক, হেফজ ছাত্রদের পাগড়ী ও বৃত্তি সনদ বিতারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১১ ফ্রেরুয়ারী) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রাপুর নূরিয়া এতিম খানার নির্বাসীদের পোষাক, হেফজ ছাত্রদের পাগড়ী ও বৃত্তি সনদ বিতারণ অনুষ্ঠান আব্দুল মাদ্রাসা কমিটির সভাপতিত্বে বাতেন ভূইয়া,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেডএম. মিজানুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাঃ কবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর বে-সরকারী এতিম খানা কল্যান পরিষদ সাধারণ সম্পাদক কাজী লোকমান, যাত্রাপুর নূরিয়া এতিম খানার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ বাশারত ভূইয়া, কাজিয়াতল দাখিল মাদ্রাসা পরিচালক মাও: মোস্তাফিজুর রহমান, মুরাদনগর উম্মে সাকিনা এতিম খানা পরিচালক মোঃ আবু ইউসুফ, দিলালপুর তমিজ উদ্দিন এতিম খানা সম্পাদক মোঃ হাফেজ ওবায়দুল্লাহ, কাজিয়াতল দারুল কোরআন এতিম খানা মাদ্রাসা মোঃ ওমর ফারুক খন্দকার, মুরাদনগর হিলফুলফুযুল শিশুসদন কমপ্লেক্সে সম্পাদক হাফেজ মোও: মোস্তাফিজুর রহমান, সিংহারিয়া দারুস সালাম এতিমখানা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, যাত্রাপুর নূরিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হুমায়ূন কবির, হাফেজ ইলিয়াস ভূইয়া, মাওলানা ইউসুফ ভূইয়া, মাওলানা আব্দুল্লাহ, মুফতি আমিনুল ইসলাম, প্রমুখ। মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাঃ কবির হোসেন বলেন, এসরকার চাচ্ছেন,ব্যক্তি সহযোগিতায় মাদ্রাসা পতিষ্ঠিত হয়েছে সেগুলোকে সরকারী সহযোগিতা করতে চায়। বেসরকারী প্রতিষ্ঠানগুলো নিবন্ধনকৃত হলে সরকার সহযোগিতা করবেন। সরকার ওবেসরকারী যৌথ প্রচেষ্টায় এদেশ এগিয়ে যাবে। এতিমখানাগুলো সরকারী সহযোগিতায় বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা রাস্ট্রীয় ও জাতীয় পর্যায়ে দেশ গঠনে সহায়ক হবে। কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেডএম. মিজানুর রহমান খান বলেন, ধর্মীয় অনুশাষন নিয়েএসন্তানরা এগিয়ে আসতে হবে। ভালভাবে পড়াশুনা করতে হবে। বিশ্বেও মহামাি করোনা ভাইরাস বি-ধর্মীরা বলে প্রতিদিন ৪বার হাত ধৌত কর। আর ইসলাম ধর্ম বলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হলে অজু করতে হয়। করোনা ভাইরাস হলো বি-ধর্মীয়দের গজব। আর ইসলাম ধর্মের জন্য মাত্র পরীক্ষা।