লাকসামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love

শাকিল মোল্লাঃ কুমিল্লার লাকসামে বুধবার সন্ধ্যায় উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে গতরাতে ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, হাজী নাজমুল হক, জসিম উদ্দিন, মাষ্টার জাহাঙ্গীর আলম, আবুল ফয়েজ, সুরুজ মিয়া, অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাজু মিয়া, প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, শ্যাম্ভু সাহা, সদস্য সাইফুল ইসলাম, শাহআলম, মিশিউর আলম ইমন, আলমগির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম জানান,  গত রোববার রাতে উপজেলার গোবিন্দপুর ইউপির নারায়ণপুরে প্রশাসনের অনুমিত না নিয়ে জামায়াত-শিবিরের লোকজন অবৈধভাবে মাহফিলের আয়োজন করেন। এসময় ওই মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাসিবুর রহমান উত্তেজনামুলক বিভিন্ন বক্তব্য রাখেন। তার প্রতিবাদ করায় নিজাম উদ্দিন শামীমের উপর হামলা করার চেষ্টা চালায়। এসময় তিনি আত্মরক্ষার জন্য মাহফিলের মাইক নিয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। মাহফিলে নিজাম উদ্দিন শামীমের বক্তব্যকে বিকৃত করে প্রচার করায় তার সুনাম নষ্ট হয়েছে। তিনি তার প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *