যাত্রাপুর নূরীয়া এতিমখানা ও মাদ্রাসা ২৮তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Spread the love

আবুল কালাম আজাদঃ যাত্রাপুর নূরীয়া এতিমখানা ও মাদ্রাসা ২৮তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফ্রেরুয়ারী) রাতে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রাপুর নূরীয়া এতিমখানা ও মাদ্রাসা মাঠে ২৮তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নং যাত্রাপুর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সহ সভাপতি মাওঃ আব্দুর রাজ্জাক(দাঃ বাঃ),প্রধান মেহমান দেবিদ্বার উপজেলা রামপুর মহা পরিচালক,জামিআ ইসলামিয়া কাছেমুল উলুম মাদ্রাসা হাফেজ সালমান, প্রধান বক্তা, ঢাকা উত্তরা খতিব, বাইতুর রশীদ জামে মসজিদ মুফতী কেফায়েতুল্লাহ আল মাহদি, প্রধান আকর্ষণ,ধামতী আলিয়া মাদ্রাসা শিক্ষক মাওঃ দ্বীন মোহাম্মদ নিজামী, বিশেষ আকর্ষণ,ঢাকা নদ্দা আমিনা খাতুন তাজবীদুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠাতা পিন্সপাল কারী মোঃ সাইফুল ইসলাম, বিষেশ বক্তা, মুরাদনগর বড় মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম । উপস্থিত ছিলেন, যাত্রাপুর নূরিয়া মাদ্রাসার প্রিন্সপাল ও প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ বাশারত ভূইয়া, মাহফিলটি সঞ্চলানা করেন,যাত্রাপুর নূরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা  হুমায়ূন কবির, উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন,মুরাদনগর বে-সরকারী এতিম খানা কল্যান পরিষদ সাধারণ সম্পাদক কাজী লোকমান, যাত্রাপুর নূরিয়া এতিম খানার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ বাশারত ভূইয়া, কাজিয়াতল দাখিল মাদ্রাসা পরিচালক মাও: মোস্তাফিজুর রহমান, মুরাদনগর উম্মে সাকিনা এতিম খানা পরিচালক মোঃ আবু ইউসুফ, দিলালপুর তমিজ উদ্দিন এতিম খানা সম্পাদক মোঃ হাফেজ ওবায়দুল্লাহ, কাজিয়াতল দারুল কোরআন এতিম খানা মাদ্রাসা মোঃ ওমর ফারুক খন্দকার, মুরাদনগর হিলফুলফুযুল শিশুসদন কমপ্লেক্সে সম্পাদক হাফেজ মোও: মোস্তাফিজুর রহমান, সিংহারিয়া দারুস সালাম এতিমখানা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, যাত্রাপুর নূরিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হুমায়ূন কবির, হাফেজ ইলিয়াস ভূইয়া, মাওলানা ইউসুফ ভূইয়া, মাওলানা আব্দুল্লাহ, মুফতি আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। যাত্রাপুর নূরিয়া মাদ্রাসার প্রিন্সপাল ও প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ বাশারত ভূইয়া বলেন, গত ২০২০ সালের বার্ষিক প্রতেবেদনে আয় ব্যায় উৎস এলাকার মানুষের কাছে তুলে ধরেন। তিনি আরো বলেন,মাদ্রাসাকে সহযোগিতায় করায় দেশ বিদেশ থেকে অর্থ,শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *