মোহনপুরে গুলিবর্ষণ এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : মতলব উত্তরে মোহনপুরে গুলিবর্ষণ এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মোহনপুর আওয়ামীলীগের উদ্যোগে সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। মুদাফর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মোহনপুর লঞ্চঘাট হয়ে মুদাফর মাদরাসা এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে মোহনপুর আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধে শ্যাম সাহা, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন, মোহনপুর ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সহ- সভাপতি হুমায়নু কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, মোহনপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি মানছুরা হাওলাদার, সাধারণ সম্পাদিকা লাভলী বেগম, সমাবেশে বক্তারা সাবেক মন্ত্রীপুত্র দীপু চৌধুরী গুলি বর্ষনের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতেই তারা নানাভাবে সরযন্ত্র করছে। এ সময় আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন, কাজল খালেদ, দুলাল, আব্দুস সামাদ, মোহনপুর ইউপি কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, যুবলীগ নেতা ইসমাইল হোসেন মিয়াজি, গাজী শামিম, মারুফ মৃধা, উজ্জল’সহ মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *