বাখরনগরে ৪৮ বছর বৃদ্ধার বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ

Spread the love

রায়হান চৌধুরী: বাখরনগরে ৫ বছরের এক শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে আটচল্লিশ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সোমবার রাতে বাদী হয়ে ওই বৃদ্ধকে আসামি করে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামে এ যৌন হয়রানির ঘটনাটি ঘটেছে। অভিযোক্ত নজরুল ইসলাম নজু(৪৮) উপজেলার বাখরনগর গ্রামের মৃত্যু আলী আজমের ছেলে।অভিযোগ সূত্রে  জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা ঘরের কাজে ব‍্যস্ত থাকায় শিশুটি বাড়ির পাশে বাগানে অন‍্যান‍্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। লম্পট নজরুল সুযোগ পেয়ে গত রবিবার বিকেলে সকল বাচ্চাদের অগোচরে একই এলাকার মৃত আলী আজম মিয়ার ছেলে নজরুল ইসলাম নজু ৫ বছরের অবুঝ শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে টাকা ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। পরে শিশুটি কান্না করায় অন‍্যান‍্য বাচ্চারা এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান জানান, লম্পট নজরুল ইসলাম ওরফে নজু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *