সোনাকান্দা দরবার শরীফের মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মো. ওবায়দুল্লাহ অবিদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদকঃ ভারতীয় উপমহাদেশের সুফিবাদের অন্যতম গবেষণাকেন্দ্র সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ৯৬তম বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি । মাহফিলের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাহফিল কমিটির মুখপাত্র, বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহর মহাসচিব ও অত্র মাদরাসার মুফতি হযরত মাওলানা মোহাম্মদ মোতালিব হোসাইন সালেহী। তিনি মাহফিলের প্রচার ও প্রসারে এগিয়ে আসায় মুরাদনগর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জানান, ‘মাহফিলের প্রস্তুতি ৪ ফেব্রুয়ারি ২০২১ থেকে চলছে। ১৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে সারা দেশে পোস্টার লাগানো ও বিতরণ শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশ ও দেশের বাইরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আরও জানান, ‘দেশীয় ও আন্তর্জাতিক পীরে কামেলগণ বয়ান করবেন দুইদিন ব্যাপী এই মাহফিলে। মাহফিলের আলোচ্য বিষয় রাষ্ট্রীয়ভাবে এবং দরবার শরীফের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। মাদকদ্রব্যের কুফল, যুবসমাজের অবক্ষয় ও উত্তরণের উপায়, জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের সুখ শান্তি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে ইনশাআল্লাহ!’ মাহফিলের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘৮টি পার্কিং স্টেশন থাকবে যেখানে প্রতিটিতে ৫০০টি বাস রাখার সুব্যবস্থা রয়েছে, মাহফিলে আগত সকলের জন্য মাস্কের ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষার জন্য হান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত অযুর পানির ব্যবস্থা থাকবে, টয়লেট ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা আছে মাহফিলে আগত মুসল্লীদের পদচারণায় আশপাশের প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। বিদআত ও ফিতনামুক্ত খাস দরবারের পীর সাহেব হুজুরের দোয়ার মাধ্যমে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।