ক্লাব ভাই ভাই স্পোটিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
মোঃ বিপ্লব সরকারঃ ‘আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো চিরবন্ধনে অটুট’ এ শ্লোগান চাঁদপুর ঐতিহ্যবাসী ক্লাব ভাই ভাই স্পোটিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ভাই ভাই ক্লাব সংলগ্ন পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন, ভাই ভাই ক্লাবটি ঐতিহ্যবাহী ক্লাব। একটি ক্লাবের ৪০ বছরের ইতিহাস যা বিরাট বিষয়। যা অন্য কোন ক্লাবের নেই। এ ক্লাবের উত্তোরোত্তর সফলতা কামনা করছি। ক্লাবটি আগের অবস্থানে রয়েছে। আগামীতে ক্লাবটির উন্নয়ন কামনা করছি। এ খেলার সফল ভাবে শেষ হবে। পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের মাঠটি খেলার জন্য বিদ্যাপীঠ বলা যায়। ভাই ভাই স্পোটিং ক্লাবকে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, বর্তমানের করোনাকালের জন্যে আমাদের সন্তানদের খেলাধুলা-আনন্দ-উৎসব অনেকটা স্থবির হয়ে আছে। এমন সময়ে এই আয়োজন উৎসাহ যোগাবে। ভাই ভাই স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার। ভাই ভাই স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ সাংবাদিক শাওন পাটওয়ারী পরিচালনায় উপস্থিত ছিলেন ভাই ভাই স্পোটিং ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল মজিদ খান, পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামল হাওলাদার, রুবি জয়ন্তী উৎসবের ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক ইয়াকুব বিন সাইদ লিটন, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, রুবি জয়ন্তী উৎসবের আইন শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম হাওলাদারসহ আরো অনেকে। খেলার সার্বিক সহযোগিতায় ছিলো পুরাণবাজার মধ্য শ্রীরামদী একতা বহুমুখী সমবায় সমিতি। উল্লেখ ভাই ভাই স্পোটিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবের ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিবে। দলগুলো হলো- নাইন এম এম, চাঁদপুর এসএসসি ০৫ ফাইটার্স, হিলশা ক্লাব মাদ্রাসা রোড, পূর্ব শ্রীরামদী একাদশ, নিতাইগঞ্জ লায়ন স্পোটিং ক্লাব, ওয়্যারলেস ক্রীড়া চক্র, ফ্রেন্ডস সার্কেল চাঁদপুর, পি. বি. সি. নিতাইগঞ্জ, ই-হক বেস্ট ইলাভেন, লায়ন স্পোটিং ক্লাব জুনিয়র, আনন্দ স্পোটিং ক্লাব, নাইন বুলেট ক্লাব, পূর্ব শ্রীরামদী ইয়াং ষ্ট্রং ক্লাব, খলিফা পট্টি টিম একাদশ, পাওয়ার ফুল নিতাইগঞ্জ, ক্লাব রোড ওরিয়্যারর্স। উদ্বোধনী খেলায় অংশ নেন নাইন এম এম বনাম চাঁদপুর এসএসসি ০৫ ফাইটার্স। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. আজিজ মল্লিক ও আব্দুর ছাত্তার মোল্লা।