সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক মাহফিল আজ শনি ও রবিবার অনুষ্ঠিত হবে
এম কে আই জাবেদ, মুরাদনগর কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ২দিন ব্যাপী বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (১৪ ও ১৫ ফাল্গুন) শনি ও রবিবারে অনুষ্ঠিত হবে। ১ মার্চ বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিল সমস্পন্ন হব। সোনাকান্দ দরবার শরীফের পীর ও বাংলাদেশ তা’লীমে হিজবুল্লার আমীর শাহ সূফি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব- সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি অনুরোধ জানিয়েছেন। মাহফিলে উপস্থিত থেকে দুনিয়া ও পরকালের অশেষ ছাওয়াব হাসিল করার জন্য। সোনাকান্দা দরবার শরীফের একটি অরাজনৈতিক আত্মশুদ্ধি মূলক সংগঠন ‘বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ মহাসচিব ও সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোতালিব হোসাইন সালেহী জানান: এবছর মাহফিল সুষ্ঠু ও সুন্দর ভাবে সফল করার লক্ষে গত ০৪ ফ্রেবুয়ারী সোনাকান্দা দরবারে বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহ’, ইসলামী যুব কাফেলা, ইসলামী ছাত্র কাফেলা’র ৪১টি জেলার নেতৃবৃন্ধ নিয়ে এক প্রস্তুতি সভা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক টিম করে মাহফিলের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মাস্ক পরিধান করে আসতে আহবান করা হয়েছে এবং দরবারের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হবে। প্রাথমিক চিকিৎসা সেবার জন্য একাদিক মেডিকেল ক্যাম্প থাকবে। যানজন নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করবেন। কার পার্কিং ব্যবস্থা করা হয়েছে। উক্ত মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সোনাকান্দা দরবার শরীফের বিশাল বিশাল ময়দানে পেন্ডেল, ষ্টেইজ, মাইক স্থাপন, খাবার পরিবেশনের আয়োজন, ওজুখানা, গোসলখানা, টয়লেট, একাদিক স্থানে গাড়ী পার্কিংয়ের স্থানের কাজ সম্পন্ন হয়েছে। সোনাকান্দা গ্রামের মোঃ মোশারফ হোসেন জুয়েল বলেন: প্রতি বছর এই মাহফিল উপলক্ষে আশে-পাশের বিভিন্ন গ্রামে এক ধরনের অতিথি আপ্যায়নের উৎসবে পরিণত হয়। প্রায় প্রত্যেক বাড়ীতে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন এই মাহফিল শুনতে এসে থাকেন। এবছর কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর থেকে শ্রীকাইল পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থা হলেও যানযট মুক্ত রাখতে স্বেচ্ছাসেবীরা কাজ করবে, তবে নবীপুর টু শ্রীকাইল থেকে স্বল্পা সড়কটি সম্পূর্ণ ভাল থাকায় এই রোড ব্যবহার করা সহজ হবে। অসুস্থ্য হয়ে পড়া রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, ফায়ার সার্ভিস অস্থায়ী ক্যাম্প থাকবে। সাংবাদিকদের জন্য তথ্য কেন্দ্র, পুরো মাহফিলের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় যুক্ত রাখা হবে। বিভিন্ন শ্রেণির আইন শৃঙ্খলা বাহিনীর টিমের পর্যাপ্ত সদস্য নিরাপত্তায় কাজ করবে বলে দরবারের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জানানো হয়ে।