মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ ভূইয়া: মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা এরিয়ার এই ম্যারাথনের আয়োজন করে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে মুরাদনগর উপজেলা মাঠ থেকে শুরু হয়ে মুরাদনগর গোমতি নদীর পাড় দিয়ে দিলালপুর মোড় দিয়ে মুরাদনগর উপজেলা চত্বরে শেষ হয়।পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন। সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।কুমিল্লা সেনানিবাস ১৬ প্যারা ব্যাটালিয়ন ৪৪ পদাতিক ডিভিশনের প্রতিনিধি ক্যাপ্টন মইনুল ইসলাম মইন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা প্রকৌশল মো: জাহাঙ্গীর কবির, উপ-কৃষি কর্মকর্া আবু সুফিয়ান,মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ ভারপাপ্ত চেয়ারম্যান মো: আক্তার হোসেন,মুরাদনগর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ, সাংবাদিক মো: দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, আড়াই হাজার মানুষ রেজিস্ট্রেশন করলেও পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্টনিকভাবে প্রথম পুরস্কার মুরাদনগর মৎস অফিসের ক্ষেত সহকারী শাহ পরান, দ্বিতীয় পুরস্কার কুমিল্লা সেনানিবাস ১৬ প্যারা ব্যাটালিয়ন ৪৪ পদাতিক ডিভিশনের প্রতিনিধি ক্যাপ্টন মইনুল ইসলাম মইন, তৃতীয় পুরস্কার ডালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: লিপু,দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ জাকির হোসেন, দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ,কোরবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রেজাউল করিম, শুরেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাসদুর রহমান, চৌনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন,যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে।