মুরাদনগরে আরসি নদীর উপর ব্রীজ নির্মানের ঘোষণায় জনতার মুখে হাসি
হাফেজ নজরুল: কুমিল্লা মুরাদনগর উপজেলা ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাালারাইয়া – ধনপতিখোলা গ্রামের মাঝখানে আরসি নদীর উপর ব্রীজ নির্মানের ঘোষণায় জনতার মুখে হাসি ফুটে উঠেছে। এ উপলক্ষে উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ব্রীজ নির্মানের স্থানে পহরিদর্শনে গেলে কালারাইয়া ধনপতিখোলাসহ কয়েকটি গ্রামের সাধারণ জনগণ তাদের কে স্বাগত জানাতে এগিয়ে আসেন। শ্রীকাইল ইউনিয়ন ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের প্রায় ৭/৮ টি গ্রামের প্রতিদিন হাজার মানুষের যাতায়াতের মাধ্যম ছিল এ সাকু টি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে এ সাকু টি পার হত,৷ ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি খলিলুর রহমান বলেন আমাদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এর প্রচেষ্টায় মুরাদনগরের উন্নয়নের রুপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে ব্রীজ টি নির্মান হচ্ছে এজন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় কে অভিনন্দন জানাই। এ ব্যপারে চেয়ারম্যান রুহল আমি বলেন মুরাদনগরের উন্নয়নের কারিগর আমার অবিভাবক আলহাজ্ব ইউসুফ ইউসুফ ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) মাননীয় এমপি মহোদয়ের প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর দিকে তাকিয়ে আরসি নদীর উপর ব্রীজ নির্মানের ঘোষণায় আমরা আনন্দিত, ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় কে অভিনন্দন জানাচ্ছি। এ ব্যপারে উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির বলেন ৪০ মিটার দৈর্ঘ, আর সি সি গ্রাডার ব্রীজ নির্মানের জন্য দ্রুত সয়েল টেষ্ট এবং টপু সার্ভে কাজ সম্পাদন করে আই আর আই ডিপি-৩ প্রকল্প থেকে এ ব্রীজ টি বাস্তবায়ন করা হবে।