বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কুমিল্লা ক্যাবের মানববন্ধন ও সমাবেশ

Spread the love

কুমিল্লা প্রতিবেদকঃ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কনজুমার এসাসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” শীর্ষক মানববন্দন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ক্যাব কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ-সভপতি জহিরুল হক দুলাল। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ক্যাক কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন মচম্বার অব কমার্স এন্ড ইন্ড্ষ্ট্রী কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ, ক্যাব কুমিল্লা জেলা কমিটির তথ্য ও প্রচার বিষয়ত সম্পাদক শাকিল মোল্লা, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন দামাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাফর আলী, নিবার্হ সদস্য এন,কে রিপন, আজাদ সরকার লিটন, কাজী মাহতাব, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, নাছিমা আক্তার, সালমা ইসলাম নুপুর, জেবুন নেছা, ইতি আক্তার, সেলিনা আক্তার এবং ক্যাব লাকসাম উপজেলা কমিটির সভাপতি কাজী মাসউদ আলম। সমাবেশে বক্তানগণ যেসব দাবী জানান, সেগুলো হলো, প্লাস্টিক দূষণ রোধে জনসেচতনতা সৃস্টি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, যে কোনো অজুহাতে নিত্য প্রয়োহনীয় দ্রব্যাদি ও জীবন রক্ষাকারী ঔষুধের দাম বৃদ্ধি করা বন্ধ করুন, নকল , ভেজাল, মানহীন পন্যও খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহ বন্ধ করুন। হোটেল , রেস্তোরাঁয় দিনের খাবার দিনেই শেষ করুন, আজকের ব্যবহৃত তেল আজকেরই শেষ করুন, একই তেল দিনের পর দিন ব্যবহার বন্ধ করুন, করফেকশনারী ও বেকারী শিল্পে উৎপাদিত ভাদ্যদ্রব্যে ক্ষদিকর কেমিরক্যাল ব্যবহার বন্ধ করুন, ফলমূল, মাছ, মাংশ ও শাক সবজিতে ফরমালিনসহ ক্ষতিকর কেমিরক্যাল ব্যবহার বন্ধ করুন, পণ্যের পরিমান ও পরিমাপে ক্রেতা ঠকানো বন্ধ করুন, বাড়িওয়ালাগণ ভাড়াটিয়া অধিকার সংরক্ষক করুন, যানবাহনে ভাড়া নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধ করুন, সমাবেশে সঞ্চালনা করেন, ক্যাব কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজনীন আক্তার তপা, অনুষ্ঠান আয়োনে সার্বিক তত্ত্ববধানে ছিলেন ক্যাব কুমিল্লা জেলা কমিটির নিবার্হী সদস্য সালমা আক্তারচৈতি এবং নাহিদা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *