মুরাদনগরে নতুন ব্রীজের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : জোড়াতালি দিয়ে চলছে ১৮ বছর। প্রায়ই ব্রীজের ভাঙা পাটাতনে গাড়ির চাকা আটকে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয় যাত্রীরা।সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গত শনিবার জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রেজা-ই রাব্বি পর্যবেক্ষণ করে ব্রীজের দু’পাশে লোহার পাইপ দিয়ে গেইট করে দিয়েছেন। যাতে ভারী ও মাজারি যানবাহন চলতে না পারে। গত রোববার ব্রীজের গোড়ায় বিকট শব্দ হওয়ায় আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। অপর দিকে মুরাদনগর থেকে ঢাকাগামী বাসগুলো এবং চারটি গ্যাস ফিল্ডের বড় ট্রাকসহ বিভিন্ন মাজারি যানবাহন গুলো ১০ কিলোমিটার ঘুরে বিকল্প পথ দিয়ে আসা-যাওয়া করছে। যে কোন সময় ব্রীজটি ধ্বসে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে! তাই গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক সংগঠন শুভসংঘ নতুন ব্রীজের দাবিতে এক মানববন্ধন করেছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের গোমতী নদীর উপর ব্রীজের মধ্যে ওই মানববন্ধন হয়। জানতে চাইলে সওজের কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বলেন, কুমিল্লা সড়ক সার্কেলের আওতায় থাকা মুরাদনগর সদরসহ মুরাদনগর-ইলিয়টগঞ্জ-ঢাকা সড়কের দক্ষিন অঞ্চলের ৮টি সেতু বেশ পুরনো হয়ে যাওয়া সেগুলো ঝুঁকিতে আছে। এ বেইলি সেতুগুলো স্থায়ী পাঁকা (আরসিসি গার্ডার ব্রিজ) সেতু করার জন্য অনুমোদন চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তিনি আরো বলেন, একইভাবে মুরাদনগর সদরে গোমতি নদীর ওপর বেইলি সেতুটি নাজুক অবস্থায় আছে। পিলারের মাটি সরে গিয়ে মারাত্মক ঝুঁকিতে আছে সেতুটি। এ সেতুতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। গত ১২বছর সেতুটি একই অবস্থায় আছে। ৯ বছর আগে সেতুটির উপর দিয়ে ভারি যান চলাচল নিষেদ করে সওজ। ব্রীজের অবস্থা নজুক হওয়ায় মাঝারি যানবাহন যাতে চলতে না পারে তাই লোহার পাইপ দিয়ে গেট করে দিয়েছি। মানববন্ধনে নতুন ব্রীজের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, প্রভাষক আজিজুর রহমান রনি, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।