যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মির্জা আওলাদ হোসেন এন্তেকাল

Spread the love

মোঃ রুহুল আমিনঃ যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক মির্জা আওলাদ হোসেন ওরফে মোবারক হোসেন এন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) তার মৃত্যু কালে বয়স হয়েছিল (৮০) মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ছেলে,৩মেয়েসহ অসংখ্যাক আত্মীয়স্বজন রেখে গেছেন। যানাযায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক মির্জা আওলাদ হোসেন ওরফে মোবারক হোসেন মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে তার নীজ বাড়ীতে বাধ্যক্যজনিত কারণে এন্তেকাল করেছেন। বুধবার দুপুর ২টায় যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার নামাজের যানাযা শেষ তার নীজ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শিক্ষক মির্জা আওলাদ হোসেন ওরফে মোবারক হোসেনের জানাযা পড়েন গুনাইঘর গ্রামের মাওঃ কাজী ইয়াকুর ওসমান, নামাজের জানাযায় উপস্থিত ছিলেন, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, সহকারী শিক্ষকরা, বাখর নগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা ইংরেজী শিক্ষক বরকত উল্লাহ, যাত্রাপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ রুহুল আমিন, যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূইয়া, শিক্ষক ওসমান,যাত্রাপুর ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূইয়া সেলিম, ইউপি’র সদস্য আক্তার হোসেন ভূইয়া,দুলাল মিয়া, সাবেক আব্দুল্লাহ আল স্বপন, মাওঃ হুমায়ূন কবির, মীর্জা মোজাম্মেল হক মানিক, সৈয়দ শাহিন। মির্জা আওলাদ হোসেন ওরফে মোবারক হোসেন ১৯৬৮ সালে যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন। অবসর নেন ২০০২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *