মুরাদনগরে জমি চাষের দ্বন্ধে নিহত ১
এম কে আই জাবেদঃ জমি চাষ নিয়ে বিরোধের জেরে একজনক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের ইব্রাহীম বেশ কয়েক বছর যাবৎ ট্রাকক্টর দিয়ে অন্যের জমি চাষ করে একচোটিয়া ব্যাবসা করছিল। শুক্রবার সকালে একই গ্রামের সালাউদ্দিন তাতে ভাগ বসানোর জন্য পাশের উপজেলা দেবিদ্ধারের পৌর এলাকার সাগরের ট্রাক্টর এনে ইব্রাহীমের ভাতিজার জমি চাষ করতে যায়। এ নিয়ে ইব্রাহীম ও সালাহ উদ্দিনের মধ্যে ঝগরা শুরু হয়। এক পর্যায়ে ইব্রাহীম মাটিতে মুখ চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।নিহত ইব্রাহীম(৬৯) উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত: রুস্তম আলীর ছেলে। এ বিষয়ে নিহতের ছেলে ফারুক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাগর (২২) নামের একজনকে গ্রেফতার করেছে। সে দেবীদ্বার পৌর এলাকার জাকির মিয়ার ছেলে সে একজন ট্রাক্টর ব্যবসায়ী। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, জমি চাষের বিরোধ নিয়ে ইব্রাহীমকে হত্যা অভিযোগে সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।