সাতানী ইউনিয়নে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন

Spread the love


তিতাস রতিবেদকঃ জাতীয় দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করার লক্ষ্যে তিতাস উপজেলাধীন ০১ সাতানী ইউনিয়ন ফ্রেন্ডস ক্লাবের কমিটি অনুমোদন  দেওয়া হয়েছে ।  ১৪ মে ২০২০ খ্রি তারিখে  এই কমিটি অনুমোদন প্রদান করেন উপজেলা  শাখার সভাপতি  মোঃ এহসানুল হক  সেলিম ( সবুজ) ও সাধারণ  সম্পাদক সুমন।   মোঃ সাইদুল ইসলাম (সাইফ) কে সভাপতি ও  মোঃ রাজীব আহমেদ সাগর কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।  প্রতিটি  ইউনিয়নে  ফ্রেন্ডস ক্লাবের  কমিটি  গঠন করা হবে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল  করতে।সাতানী ইউনিয়নের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন  ও শুভেচ্ছা  জানিয়েছেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক হালিম সৈকত ও সাধারণ  সম্পাদক  রবিউল আউয়াল রবি।  এছাড়া তিতাস উপজেলা কমিটির  সভাপতি মোঃ এহসানুল হক সেলিম ( সবুজ) ও সাধারণ  সম্পাদক সুমনকে ধন্যবাদ জানিয়েছেন নব নির্বাচিত কমিটির  সকল সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *