কুমিল্লায় মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
কুমিল্লা প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামে আবুল খায়ের ওরফে হারুনুর রশীদের স্ত্রীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। বামনীখোলা আমতলী নিউমার্কেটের রাস্তায় মানবন্ধনে অংশগ্রহন করেন এলাকাবাসী।
ঘন্টাব্যাপী মানববন্ধনের পর নিউমার্কেটের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মামলার আরেক আসামী লিটন মিয়া। বক্তব্যে তিনি বলেন একটি ষড়যন্ত্রকারী মহল আমার নির্বাচনে বেঘাত ঘটানোর জন্য আমাকে ও হারুনুর রশীদ, আলিম মিয়াকে জড়িয়ে মিথ্যে, বানোয়োট ও ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে। উক্ত সাজানো মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের জোর দাবী জানাই।
হারুনুর রশীদ অভিযোগ করেন তার স্ত্রীর কাছে ২৬ বছরের ইনকামের টাকার হিসাব চাইলে স্ত্রী তার ভাইদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে বেদম মারধর করে এবং প্রানে মেরে ফেলার হুমকী দেয়। এবং তার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট মামলা দায়ের করেন। এর পেক্ষিতে গত ১৪ ডিসেম্বর তার স্ত্রীকে কোর্টের মাধ্যমে তালাক দেয়। তালাকের পর সে ঢাকা চলে গেলে ১৮ ডিসেম্বর তার অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন।
মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন আবদুল আলিম, রশিদ মেম্বার, মিজানুর রহমান, জামাল, শহিদ, শাহআলম, শামছুল হক, আলী আশরাফ, রুবেল হোসেন, হারুন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।