সংবাদকর্মীদের জন্যও খাদ্য-নিরাপত্তা জরুরী

Spread the love

মহামারী করোনা ভাইরাস আজ বিশ্বব্যাপী মহা ব্যাধিতে পরিণত হয়েছে। সংক্রামক এ ব্যাধিতে ঘরে-বাইরে বিপদের আশঙ্কা। করোনা ভাইরাস ঘুম হারাম করেছে রাষ্ট্র পরিচালক ও চিকিৎসা বিজ্ঞানীদের। ভাইরাসটি ক্ষণে ক্ষণে জিন পাল্টাচ্ছে।করোনা মহামারিতে ব্যাপকহারে সংবাদকর্মী আক্রান্ত হওয়া এবং অনেকের মৃত্যুতে সারাদেশের সংবাদকর্মীসহ তাদের পরিবারে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।ইতোমধ্যে প্রথম আলো, ইত্তেফাক, সময়ের আলো, কালের কণ্ঠ, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, প্রতিদিনের সংবাদ, মানবজমিন, দেশ রূপান্তর, বাংলাদেশের খবর, এটিন বাংলা, এটিএন নিউজ, এনটিভি, আরটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, দীপ্ত টিভি, বাংলাভিশন টিভি, এসএটিভি, যমুনা টিভি, মাছরাঙা টিভি, বিটিভি, ডিভিসি নিউজ, দেশ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী আক্রান্ত। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন, মাহমুদুল হাকিম অপু, আসলাম রহমান তিনজন সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু ও আরও অন্তত ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়ে হাসপাতাল ও ঘরে-বাইরে চিকিৎসাধীন।দেশব্যাপী করোনা দুর্যোগের সময় সংবাদপত্র ও টেলিভিশন মালিকদের সংগঠন নোয়াব ও অ্যাটকোর ভূমিকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে সংগঠন দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *