লালপুরে সরকারী নির্দেশনা অমান্য করায়
সালাহ উদ্দিন , লালপুর ( নাটোর ) : লালপুরে বিভিন্ন ক্ষেত্রে সরকারী নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভ্রাম্যমান আদালত ৭টি মামলায় ৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে। সূত্রে জানা যায়, নাটোরের লালপুরে লকডাউনের প্রথম দিনে সরকারী আদেশ প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে সরকারী নির্দেশনা অমান্য করায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ টি মামলায় মোট ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু সিদ্দিক সহ পুলিশ সদস্য। এসময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয় ।