সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ আমিনুল ইসলামের বাবার ইন্তেকাল
মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের বাবা আলহাজ্ব বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার (০৯ এপ্রিল ২০২১ খ্রিঃ) সন্ধা ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজায় অংশ নিতে চৌয়ারার রায়পুরে সকাল থেকে জড়ো হতে থাকে মানুষ। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য আসা মানুষের ঢলে সকাল ১০ টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জানাজার মাঠ। মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শনিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় কুমিল্লা সদর দক্ষিন উপজেলার চৌয়ারার রায়পুর (সাওরাতলী) গ্রামে জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান ডাঃ মোঃ আমিনুল ইসলাম।